সমতা অর্জনে নারীর অর্থনৈতিক অংশগ্রহণ অপরিহার্য
বিশ্ব নারী দিবসে জাতিসংঘ প্রতি বছর বেছে বেছে অনেক সুন্দর ভাব ও স্লোগান বের করে। এবারের প্রচারণা স্লোগান হচ্ছে—EachForEqual বা ‘সমতার জন্য প্রত্যেকে’। অর্থাৎ নারী সমতার জন্য প্রত্যেক ব্যক্তি কীভাবে ভূমিকা রাখতে পারেন, সেটিই জোর দেয়া হয়েছে। একটি সমতাভিত্তিক সমাজ হচ্ছে একটি ক্ষমতায়িত সমাজ। সেখানে নারীর সমতার জন্য আমরা প্রত্যেকেই ভূমিকা রাখতে পারি। এটিকে আরো সম্প্রসারিত করে বলা যায়, নারীর সমতা শুধু নারীর বিষয় নয়। এটি একটি অর্থনৈতিক বিষয়। কেননা অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য নারীর সমান অংশগ্রহণ অত্যাবশ্যক। নারীর অর্জনকে উদযাপন করে এবং নারীবিরুদ্ধ মানসিকতা ও অসমতার বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা সমাজে পরিবর্তন আনতে পারি। এটিই এবারের নারী দিবসের অন্তর্নিহিত অর্থ। আর ‘সমতার জন্য প্রত্যেকে’—এ স্লোগান শুধু ৮ মার্চ ২০২০-এর জন্য প্রযোজ্য নয়। সারা বছর ধরেই এ লক্ষ্যে কাজ করতে হবে।
- ট্যাগ:
- মতামত
- আন্তর্জাতিক নারী দিবস
- জাতিসংঘ