ধর্ষণ-হত্যার বিচারপ্রক্রিয়া সহজ করা হোক

প্রথম আলো তাসনিমুল হাসান প্রকাশিত: ০৭ মার্চ ২০২০, ১৯:৩১

বাংলাদেশে একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে চলেছে। যেগুলো প্রকাশ পায়, সেসব ঘটনায় তোলপাড় হয়ে ওঠে। ধর্ষণ বা হত্যাকারীর বিচার এবং ফাঁসির দাবিতে আপামর মানুষ সোচ্চার হয়। তারপর সময় যত গড়ায়, ধীরে ধীরে সব উত্তেজনাও নিস্তেজ হয়ে যায়। তত দিনে ঘটে যায় আরও একটি নতুন ঘটনা। নতুন ঘটনা নিয়ে আবার শুরু হয় আলোড়ন, পুরোনোটা অতীতের গহরে নিপতিত হয়। কিছুদিন আগেও বাংলাদেশে তোলপাড় চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণ নিয়ে। ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে জীবন দিতে হয়েছে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে। নুসরাত জাহানের ধর্ষণের কবলে পড়া আর দশজনের অসহায় বা আকস্মিক পরিস্থিতির মতো নয়। এমন পরিস্থিতি তাঁর জন্য তৈরি হচ্ছে, তা বুঝতে পেরেই এর বিরুদ্ধে রুখে দাঁড়ান নুসরাত। তিনি ঘোষণা দিয়েই এ লড়াইয়ে নেমেছিলেন। বান্ধবীকে লেখা চিঠিতে নুসরাত স্পষ্টই বলেছিলেন, ‘আমি লড়ব শেষনিশ্বাস পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও