কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ফেসবুক মাথা নত করা শেখাচ্ছে: মিশা সওদাগর

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেছেন, আমরা বীরের জাতি। জীবনবাজি রেখে আমরা দেশ স্বাধীন করেছি। আমরা কখনো মাথা নত করতে শিখিনি। অথচ আজ ফেসবুক নামের মরণনেশা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। পুরো জাতি আজ ফেসবুকে আক্রান্ত হয়ে আছে। ফেসবুক আমাদেরকে মাথা নত করতে শেখাচ্ছে।শনিবার (৭ মার্চ) বিকাল সাড়ে ৫টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শহীদ বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান স্মৃতিসংসদ ও মীরবাড়ী চেরীবাগ জামে মসজিদ কমিটির যৌথ আয়োজনে দুই দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্প, ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভার দ্বিতীয় দিনে মোটিভেশনাল স্পিকার হিসাবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।মিশা সওদাগর বলেন, আমাদেরকে সামাজিক হতে হবে। আর সামাজিক হতে হলে আমাদের দেশীয় সংস্কৃতি চর্চা করতে হবে। দেশে যেমন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে তদ্রুপ আমাদের সংস্কৃতি চর্চার জন্য আমাদের উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। আমাদের থিয়েটার ও সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। মনে রাখা উচিত যে সকল তরুণরা সংস্কৃতি চর্চা করে তারা কখনো জঙ্গি হতে পারে না। তারা কখনো মাদক গ্রহণ করে না, ইভ টিজিং করে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন