দৃষ্টিহীন অভিবাসীর কাছে চাওয়া হলো অন্ধত্বের প্রমাণপত্র
এনটিভি
প্রকাশিত: ০৭ মার্চ ২০২০, ১৬:১৫
ইংরেজিতে লেখা একটি বাক্য পড়তে না পারায় জন্মান্ধ ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পরীক্ষায় অনূত্তীর্ণ বলে দিল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। লুসিও ডেলগাডো নামের ২৩ বছরের ওই যুবককে লেখা পড়ার জন্য দেওয়া হয়নি ব্রেইল পদ্ধতি ব্যবহারের সুযোগ। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যে পদ্ধতিতে লেখা পড়তে পারেন, তাকে বলা হয় ব্রেইল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ছয় বছর আগে মেক্সিকো থেকে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে চলে আসেন লুসিও দেলগাডো। চলাফেরার জন্য লাঠি ব্যবহার করেন তিনি। দেলগাডো জানান, গত বছরের মে মাসে মার্কিন নাগরিকত্বপ্রাপ্তির জন্য প্রয়োজনীয় পরীক্ষা নেওয়ার সময় অভিবাসন কর্তৃপক্ষ তাঁর হাতে একটি