![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F03%2F07%2Fclinton-monica.jpg%3Fitok%3D6WL5ttUI)
‘দুশ্চিন্তা তাড়াতে’ মনিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, বললেন ক্লিনটন
এনটিভি
প্রকাশিত: ০৭ মার্চ ২০২০, ১১:৫০
নিজের উদ্বেগ ও দুশ্চিন্তা তাড়ানোর জন্য মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, এমনটাই দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ক্লিনটনের স্ত্রী এবং ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিলারি ক্লিনটনকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র সিরিজ ‘হিলারি’তে উঠে এসেছে হোয়াইট হাউসের সাবেক শিক্ষানবিশ মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্ক নিয়ে বিল ক্লিনটনের বক্তব্য। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসের ২২ বছর বয়সী শিক্ষানবিশ মনিকার সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তে মিথ্যা বলার অভিযোগে ১৯৯৮ সালে অভিসংশিত হন বিল ক্লিনটন। পরে সিনেটের বিচারে দায়মুক্তি পেয়ে যান