![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/03/07/image-135590-1583551764.jpg)
পৃথিবী থেকে হারিয়ে যাবে লিপইয়ার!
ইত্তেফাক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২০, ০৯:২৫
২৯ ফেব্রুয়ারি কারো জন্ম বা বিয়ের মতো ঘটনা ঘটলে প্রায়শই তাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। জন্মবার্ষিকী কিংবা বিবাহবার্ষিকীর জন্য এদের অপেক্ষা করতে হয় চার বছর। তবে ভবিষ্যতে এই ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হবে না আর কাউকে। কারণ ২৯ ফেব্রুয়ারি নামে আর কিছু থাকবেই না পৃথিবীতে! অর্থাৎ পৃথিবী থেকে হারিয়ে যাবে লিপইয়ার। যদিও তার জন্য অপেক্ষা করতে হবে আরো ৪০ লাখ বছর।
- ট্যাগ:
- জটিল
- বিলুপ্তির পথে
- লিপ ইয়ার