![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/default/2017/03/22/100dcb23515b7836dedf72c88999c01b-58d262f8bd131.png?jadewits_media_id=null)
তোমরা নরকে নিক্ষিপ্ত হও!
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ২৩:৩৩
কোনো ধর্ম যদি মানুষকে শ্রেণিবদ্ধ করে কোনো ধর্ম যদি মানুষের সামনে দেয়াল তৈরি করেতা হলে তা কোনো ধর্মই নয়। মানুষের আচরিত ধর্ম মানুষকে উদার হতে শেখায়ধর্ম মানুষকে মানবিক হতে বলেনিজ নিজ ধর্ম চর্চার মাধ্যমে মানুষ যেন অন্য মানুষকে আরও কাছে টেনে নেয়পরস্পর পরস্পরের স্বজন, প্রতিবেশী হয়ে ওঠে তাই শেখায়। মানুষ স্রষ্টাকে জানতে, তাঁর নৈকট্য লাভে নিজেকে পরিশীলিত করে।আর এই ধর্মকে যারা হিংসা, হানাহানি, যুদ্ধ...