মাবিয়ার অপেক্ষা বাড়াল করোনাভাইরাস
বণিক বার্তা
প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ১৯:২৫
করোনাভাইরাস পরিস্থিতির কারণে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ স্থগিত করা হয়েছে। প্রতিযোগিতা স্থগিত হওয়ায় এশিয়ার বড় মঞ্চে খেলার অপেক্ষা বাড়ল এসএ গেমসে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্তের। গত ১৮ এপ্রিল উজবেকিস্তানে শুরু হওয়ার কথা ছিল ভারোত্তলনে এশিয়ার শীর্ষ এ প্রতিযোগিতা। আসরটি একইসঙ্গে টোকিও অলিম্পিকের বাছাইও। প্রতিযোগিতা স্থগিত হওয়ায় বাস্তবতা মেনে নিয়ে অপেক্ষা করা ছাড়া বিকল্প দেখছেন না মাবিয়া আক্তার। করোনা ভাইরাসের কারণে প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। এখানে আমাদের কারোর তো কিছু করার নেই। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে নতুন সূচি ঘোষণা করা হতে পারে। সে পর্যন্ত অপেক্ষা ছাড়া কোনো বিকল্প নেই— বলছিলেন মাবিয়া আক্তার।