![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/06/b78dbd960039a3f26cfc686a1cb4f12a-5e61d14eb84a5.jpg?jadewits_media_id=1514895)
ব্যাংক লাইফ
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ১৮:১৬
২০০৩ সাল। গ্র্যাজুয়েশনের পর চাকরির জন্য বিভিন্ন ব্যাংকে আবেদন করা শুরু করল নিশাত। অনলাইনে আবেদন করার সিস্টেম তখনো পুরোপুরি চালু হয়নি। নিশাত তাদের বাসার আশপাশে কয়েকটা ব্যাংকে ফোন করে দেখল যে তারা লোক নেবে কিনা। একটা ব্যাংক জানাল, তারা লোক নেবে। সেখানে গিয়ে একটা ফরম ফিলাপ করতে হবে। ফরম ফিলাপ করে জমা দেওয়ার কয়েক দিন পরে তারা নিশাতকে ফোন করে জানায়, একটা অ্যান্ট্রি পরীক্ষা দিতে হবে। নিশাত পরীক্ষা...