৬ বছরেও দাখিল হয়নি ত্বকী হত্যার অভিযোগপত্র

সময় টিভি প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ০৯:৪৭

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যাকাণ্ডের ছয় বছর পেরুলেও অভিযোগপত্রই দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা র‌্যাব। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে দাবি নিহত ত্বকীর পরিবারের। সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার শেষ করা দরকার বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে অপহরণের পর হত্যা করা হয় ইংরেজি মাধ্যম স্কুলের মেধাবি শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীকে। আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াতো দূরের কথা, দীর্ঘ ছয় বছরেও চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করতে পারেনি মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত সংস্থা র‌্যাব। হত্যাকাণ্ডে জড়িতরা প্রভাবশালী হওয়ায় মামলাটির বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বলে অভিযোগ ত্বকীর বাবার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও