'দেড় লাখ পরিবার পাবে ১০ টাকা কেজির চাল'
বার্তা২৪
প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ০৯:৫৬
বগুড়ায় বাজার স্থিতিশীল রাখতে দেড় লক্ষাধিক পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হচ্ছে। খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় আগামী ৯ মার্চ থেকে জেলার ১২টি উপজেলায় এই চাল বিক্রি শুরু হবে।গত এক মাস ধরে খোলা বাজারে চালের মূল্য বাড়তে শুরু করে। প্রকারভেদে কেজি প্রতি চালের দাম ২ টাকা থেকে শুরু করে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। ইরি-বোরো মৌসুমের শুরুতেই চালের দাম বাড়তে থাকায় অর্থনৈতিক চাপ বাড়তে শুরু করে নিম্ন আয়ের মানুষের সংসারে।চাল ব্যবসায়ীরা বলছেন নতুন ধান বাজারে না আসা পর্যন্ত চালের দাম বাড়তে থাকবে। এদিকে বাজারে চালের দাম বাড়তে শুরু করায় খাদ্য বিভাগ নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।