দেশের বাজারে পাওয়া যাচ্ছে হুয়াওয়ের আলোচিত সুপার ফ্ল্যাগশিপ মেট ৩০ প্রো। প্রি-বুকিং শেষে বৃহস্পতিবার থেকে হুয়াওয়ের অনুমোদিত ব্র্যান্ডশপে পাওয়া যাবে মেট সিরিজের সর্বশেষ এ ক্রেজ।
রবিবার প্রি-বুকিং শুরু হয়ে চলে বুধবার পর্যন্ত। হুয়াওয়ের প্রথম এইচএমএস সমর্থিত ফোনটি বাজারে আসার পরই আগ্রহী ক্রেতাদের মধ্যে সাড়া ফেলে। অল্পসময়ে মেট সিরিজের ভক্তদের মন জয় করে নেয়। অবশেষে বৃহস্পতিবার প্রিমিয়াম ফোনটি সারাদেশে সবার জন্য উন্মক্ত করে দেওয়া হয়। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রমের ফোনটির বাজার মূল্য ধরা হয়েছে ৯৯,৯৯৯ টাকা।এর আগে রবিবার রাজধানীর এক অভিজাত হোটেলে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে দেশে মেট ৩০ প্রো আনার ঘোষণা দেয় হুয়াওয়ে। হুয়াওয়ে মেট ৩০ প্রো’তে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস এবং ওএলইডি হরিজন ডিসপ্লে। হুয়াওয়ের ফ্ল্যাগশিপ এ স্মার্টফোনটি আইপি (ইনগ্রেস প্রটেকশন) ৬৮ সার্টিফাইড। ফলে ধুলা, ময়লা ও বালুরোধী ফোনটি প্রায় পাঁচ ফুট পানির নিচেও সুরক্ষিত থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.