স্ট্যাচু অব ইউনিটি থেকে উধাও একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার, এখনও নিখোঁজ পঞ্চম
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ০৩:২৮
nation: গত শনিবার স্ট্যাচু অব ইউনিটি দেখে ফেরা পরে ভরোদদার একটি পরিবারের ৫ জন্য় সদস্য রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। চার দিন পরে এক জন ছাড়া বাকিদের দেহ একটি খালের মধ্যে গাড়ি থেকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার জেরে তাঁদের গাড়ি খালে গিয়ে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হলেও এই বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে নারাজ তদন্তকারীরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মৃত্যু
- স্ট্যাচু
- নতুন ইউনিট
- ভারত