নিঃশব্দে পূর্তি হলো 'নন্টে-ফন্টে'র পঞ্চাশ বছর
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ১৯:৫৯
নন্টে-ফন্টে আর কেলটুদার দুষ্টুমিতে শুধু শিশু-কিশোর নয়, প্রাপ্তবয়স্করাও বুঁদ হয়ে থেকেছেন। এখনো থাকছেন। এই অমর কমিকসটি পঞ্চাশ বছর পূর্ণ করলেও এর স্রষ্টা, ৯৫ বছর বয়সী নারায়ণ দেবনাথের খোঁজ নেয়নি কেউ!
বাঙালির জনপ্রিয় কমিকস 'নন্টে-ফন্টে'। নারায়ণ দেবনাথের চমৎকার সৃষ্টি। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে অজস্র বাঙালির শৈশব-কৈশোরকে রাঙিয়ে রাখা দুই মজার চরিত্র। সঙ্গে আছে কেলটুদাসহ আরও অনেক চরিত্র।
দেখতে দেখতে পঞ্চাশ বছর অতিক্রম করে ফেলল। তবে তা অনেকটা নিঃশব্দেই। খবর লিটারেসি প্যারাডাইসের।
নন্টে-ফন্টে আর কেলটুদার দুষ্টুমিতে শুধু শিশু-কিশোর নয়, প্রাপ্তবয়স্করাও বুঁদ হয়ে থেকেছেন। এখনো থাকছেন। বইয়ের পাতা থেকে ভিজুয়াল মাধ্যমেও উঠে এসেছে চরিত্রগুলো।