![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Mar/05/1583405219981.jpg&width=600&height=315&top=271)
কার্বন শোষণের ক্ষমতা হারাচ্ছে ট্রপিক্যাল বনাঞ্চল
বার্তা২৪
প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ১৬:৪৭
বায়ুমণ্ডল থেকে আগের তুলনায় কম কার্বন ডাই অক্সাইড শোষণ করছে না ট্রপিক্যাল (গ্রীষ্মমন্ডলীয়) বনাঞ্চল। এছাড়া বনাঞ্চলগুলোর কার্বন শোষণের ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। বিজ্ঞানীদের করা এক সমীক্ষায় এ নতুন তথ্য উঠে এসেছে।গত বুধবার (৪ ফেব্রুয়ারি) সমীক্ষাটি নেচার জার্নালে প্রকাশ করা হয়। আর যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান।সমীক্ষায় জানানো হয়, পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন আগে প্রচুর পরিমাণে কার্বন শোষণ করত। কিন্তু কৃষির জমির জন্য বনাঞ্চলটি সাবাড় করে দেওয়া হচ্ছে। যার ফলে পরবর্তী দশকে বনাঞ্চলটি থেকে কার্বন নির্গমন করবে।