![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/03/05/image-135137-1583402519.jpg)
১৬ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো
ইত্তেফাক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ১৫:৫৫
দীর্ঘদিন ধরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের যমুনেশ্বরী নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও এ অঞ্চলের মানুষের সে দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি। সেখানে স্থানীয়দের তৈরি একটি নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে ১৬ টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ কয়েক যুগ ধরে চলাচল করে আসছে। বর্ষার সময় নদীতে পানি বৃদ্ধি পেলে সাঁকো তলিয়ে যায়। তখন চরম ঝুঁকি নিয়ে তাদের নৌকায় চলাচল করতে হয়। দুঃখ-কষ্টকে ভাগ্যের লিখন ভেবে সাঁকো আর নৌকা দিয়ে পারাপারের মধ্যেই জীবন-জীবিকা চলছে তাদের।