কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এটা ‘বোগাস’, করোনা আক্রান্তের প্রশ্নে পাটমন্ত্রী

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ১৫:২৪

মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের গুজব থেকে তৈরি গুঞ্জন নিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন, তার আর্থ্রাইটিস হয়েছিল। করোনা আক্রান্তের খবরটি মিথ্যা। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী। ফুসফুসের সংক্রমণ নিয়ে কয়েকদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার আসেন তিনি। জাতীয় পাট দিবস নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রীকে প্রশ্ন করা হয়, আপনার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার শোনা যাচ্ছিল। এ বিষয়ে পাটমন্ত্রী বলেন, এইটা বোগাস। এগুলো ঠিক না। আমার হয়েছিল আর্থ্রাইটিস, কই করোনা আর কই আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসের কারণে ফুসফুসে ইনফেকশন হতে পারে। এক পর্যায়ে হাসতে হাসতে মন্ত্রী বলেন, আমি এ বিষয়ে কোনো কমেন্ট করবো না। আমারও মিডিয়া আছে। আপনারা সত্য নিউজ দেবেন এটা আশা করবো, ব্যাচ। গত ২৭ ফেব্রুয়ারি গুজব ছড়িয়ে পড়ে বস্ত্র ও পাটমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি গুজব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও