‘ঘূর্ণিঝড়-বন্যা মোকাবিলায় আমরা বিশ্বের রোল মডেল’
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ১৪:২৬
‘প্রাকৃতিক দুর্যোগ- ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবিলায় আমরা এখন বিশ্বের কাছে রোল মডেল’, মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে রাজধানীর লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বাড়ানোর মহড়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘গত বছর দু’টি বড় সাইক্লোন হয়েছিল। এ সময় আমরা ১৮ লাখ এবং ২৩ লাখ মানুষকে নিরাপদে সাইক্লোন সেন্টারে নিয়ে আসতে সক্ষম হয়েছি। সাইক্লোন সেন্টারে আমরা তাদের খাবার ও নিরাপদ পানির ব্যবস্থা করেছি। ঘূর্ণিঝড় এবং বন্যা মোকাবিলায় বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে রোল মডেল।’