৫০ কোটি ডলার খরচ করে প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড় থেকে সরে গেলেন ব্লুমবার্গ
এনটিভি
প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ১১:০৫
চলতি বছর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বাছাই দৌড়ে ৪০ কোটি ৯০ লাখ (৪০৯ মিলিয়ন) মার্কিন ডলার খরচ করেও সরে দাঁড়ালেন ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। সুপার টুইসডেতে ডেমোক্র্যাট দলীয় ডেলিগেটদের ভোটাভুটিতে হতাশাজনকভাবে পরাজয়ের পরই এ ঘোষণা দিলেন ৭৮ বছর বয়সী নিউইয়র্কের সাবেক এই মেয়র। এক বিবৃতিতে ব্লুমবার্গ বলেন, প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পকে পরাজয়ের প্রত্যাশায় তিন মাস আগে তিনি প্রার্থী হতে চেয়েছিলেন, আর একই প্রত্যাশা নিয়েই সরে দাঁড়াচ্ছেন তিনি। পাশাপাশি ডেমোক্র্যাট দলীয় জনপ্রিয় প্রার্থী ও সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন ব্লুমবার্গ। য