এক বাচ্চুকে দিয়ে উদাহরণ দিলে তো হবে না: অর্থমন্ত্রী

প্রথম আলো প্রকাশিত: ০৪ মার্চ ২০২০, ২১:১৯

আর্থিক খাতে অনিয়ম-দুনীতির সঙ্গে জড়িত ৭০ থেকে ৮০ শতাংশের বিরুদ্ধেই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে আজ বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। বিদেশে টাকা পাচার, কানাডায় বাড়ি করা, প্রশান্ত কুমার হালদার বা আবদুল হাই বাচ্চুরা অনেক অনিয়ম-দুর্নীতি করেছে এবং গণমাধ্যমে তা ওঠে এসেছে-এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘দেখেছি, শুনেছি। ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’ প্রশ্নকারী সাংবাদিকের উদ্দেশে মুস্তফা কামাল বলেন, ‘আপনি অর্থমন্ত্রী হলে কী করতেন? যেসব পদক্ষেপ নিচ্ছি, এর বাইরে কিছু করতে পারতেন? অধিকাংশ ক্ষেত্রেই আমরা মামলা করি। বহু লোক কারাগারে আছে।’ বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু তো কারাগারের বাইরেই আছেন-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, এক বাচ্চুকে দিয়ে উদাহরণ দিলেতো হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও