You have reached your daily news limit

Please log in to continue


করোনা রোগীদের সেবা দিতে উহান যেতে চান বাংলাদেশি চিকিৎসক

করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ৭৩টি দেশ ও অঞ্চলে। ভয়ংকর এ ভাইরাসটি এখন চীনের বাইরেই দ্রুতগতিতে অনেক বেশি ছড়াচ্ছে। অনেক দেশে বাসিন্দারা গৃহবন্দি হয়ে পড়েছেন। জরুরি প্রয়োজনেও দেশের বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছেন অনেকে। অথচ ঝুঁকির কথা জেনেও নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরে গিয়ে আক্রান্তদের সেবা করতে চান বাংলাদেশি চিকিৎসক সাইয়েদা জেরিন ইমাম।সম্প্রতি ঢাকায় চীন দূতাবাসে গিয়ে তিনি লিখিতভাবে এই আগ্রহের কথা চীনা কর্মকর্তাদের জানিয়েছেন। চীনা দূতাবাস মঙ্গলবার তাদের ফেসবুক পেইজে এ তথ্য জানায়। জেরিন এবং তার চিঠির ছবি প্রকাশ করা হয় ফেসবু পেইজে।জেরিন চীনের জিনান প্রদেশের শ্যানডং বিশ্ববিদ্যালয়ে পিএচইডিতে অধ্যয়নরত থাকলেও এখন অবস্থান করছেন বাংলাদেশে।চীনা বন্ধুদের উদ্দেশে জেরিন লিখেছেন, 'এই কঠিন পরিস্থিতিতে আমি শুধু এটাই বলতে চাই, কোনো কারণেই তোমরা একা নও। আমিও রয়েছি তোমাদের পাশে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন