কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মানব হত্যার সূচনা যেভাবে

পৃথিবীতে মানব হত্যার সূচনা হয় হজরত আদম (আ.) এর পুত্র কাবিলের মাধ্যমে। পবিত্র কোরআনুল কারিমে মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা ইরশাদ করেন,  وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَيْ اٰدَمَ بِالْحَقِّ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِؕ قَالَ لَاَقْتُلَنَّكَؕ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللهُ مِنَ الْمُتَّقِيْنَ তুমি তাদেরকে আদমের দু’পুত্রের বিবরণ সঠিকভাবে বর্ণনা করো। যখন তারা কোরবানি করেছিল তখন তাদের একজনের কোরবানি কবুল করা হয়েছিল এবং অপরজনের কোরবানি কবুল করা হয়নি। (যার কোরবানি কবুল করা হয়নি) সে বলল, ‘অবশ্যই আমি তোমাকে হত্যা করব।’ তখন অপরজন বলল, ‘আল্লাহ একমাত্র মুত্তাকিদের কোরবানিই কবুল করে থাকেন।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন