সিসিক মেয়র আরিফুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
বার্তা২৪
প্রকাশিত: ০৪ মার্চ ২০২০, ১৫:৫৭
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন কাউন্সিলররা। স্বজনপ্রীতি, কমিশন বাণিজ্য ও পরিষদের সিদ্ধান্ত ছাড়া জায়গা অধিগ্রহণের অভিযোগও করেন তারা।ইতোমধ্যে সিসিকের মোট ৩৬ জন কাউন্সিলরের মধ্যে ২২ জন অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরিত অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, স্থানীয় সরকার সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও মেয়রের একান্ত সচিব বরাবর পাঠানো হবে।