ভিডিও স্টোরি: 'ব্যাংক নোট থেকেও ছড়াতে পারে করোনা ভাইরাস'

যমুনা টিভি প্রকাশিত: ০৪ মার্চ ২০২০, ১৪:৫২

কোভিড নাইনটিন প্রকোপে দিশেহারা গোটা বিশ্ব। দেশে-দেশে কোয়ারেনটাইন, হাসপাতালে পৃথক ইউনিটের পাশাপাশি হ্যান্ডশেক আর জনসমাবেশ নিষিদ্ধের মতো নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এর মাঝেই, ভাইরাস নিমূর্ল, চিকিৎসা-গবেষণার জন্য ১২ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করলো বিশ্ব ব্যাংক। এদিকে, ডব্লিওএইচও'র উদ্বেগ- ব্যাংক নোট, কাগুজে টিকিটের মতো লেনদেন থেকে ছড়াতে পারে করোনাভাইরাস। বিশ্বে মারা গেছেন ৩ হাজার ২০৩ জন; আক্রান্ত ৯৩ হাজারের বেশি।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে