দীপন হত্যা: আদালতে সাক্ষ্য দিলেন বোনসহ চারজন

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৪ মার্চ ২০২০, ১৪:৪৬

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় নিহতের বোনসহ চারজন আদাল‌তে সাক্ষ্য দি‌য়ে‌ছেন। স্বাক্ষ্য দেওয়া চারজন হ‌লেন-দীপ‌নের বোন শু‌চিতা শার‌মিন, জাগৃ‌তি প্রকাশনীর পার্শ্ববর্তী কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট অ‌ফিস সহকা‌রী আব্দুল হা‌নিফ, শাহবাগ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আনারুল ইসলাম ও কনস্টেবল রমজান আলী। বুধবার (৪ মার্চ) সন্ত্রাসবি‌রোধী বি‌শেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য দেন তারা। দীপ‌নের বোন শু‌চিতা শার‌মিন তার জবানব‌ন্দি‌তে বলেন, ২০১৫ সালের ৩১ অক্টোবর আমি সন্ধ্যায় মোবাইলফোন কলের মাধ্যমে জানতে পারি সন্ত্রাসীরা দীপনকে আক্রমণ ক‌রে‌ছে। এরপর পরীবা‌গ এলাকার বাসা থে‌কে আজিজ সুপার মার্কেটের দিকে রওয়ানা হই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও