পানের দোকানে 'গাঁজা চকোলেট'!
সমকাল
প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ২২:০৩
পানের দোকানে বিক্রি হচ্ছে সাধারণ চকোলেট ক্যান্ডি। কিন্তু সেই চকোলেট ক্যান্ডি তৈরি হচ্ছে গাঁজা দিয়ে। আর এই অবাক করার ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের ফতেহনগরে একটি পানের দোকানে। এ ঘটনায় জয়ন্ত প্রধান নামের এক পানদোকানিকে গ্রেপ্তার করেছেন মাদক দফতরের কর্মকর্তারা।ভারতের সংবাদমাধ্যম ডিএনএর প্রতিবেদন বলছে, ওই দোকানির কাছ থেকে ২০০টি গাঁজা মিশ্রিত ক্যান্ডি উদ্ধার হয়েছে। হায়দরাবাদের ফতেনগরের পানের দোকানেই বিক্রি করা হত এগুলো। এ বিষয়ে মাদক দফতরের এক কর্মকর্তা বলেন, 'খবর পেয়ে আমরা অভিযান চালায় ওই পানের দোকানে। সেখান থেকে পাঁচটি প্যাকেটে ১.২ কেজি চকোলেট উদ্ধার হয়েছে। প্রত্যেক প্যাকেটে ৪০টি করে ক্যান্ডি ছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পান
- গাঁজা
- গাঁজা বিক্রি