শুনশান নীরবতা। ট্যালেন্টপুলে বৃত্তির সংবাদেও নেই উল্লাস! নিঃশব্দে কাঁদছেন মা রীতা পাল। মাকে কি সান্ত্বনা দেবে তিথি পালের বোন রাত্রি পাল। তারপরও মায়ের মাথাটা কাঁধে নিয়ে দিচ্ছে ভরসা।