![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F03%2F03%2Fdelhi-gun-3.jpg%3Fitok%3DthuIICNn)
দিল্লিতে পুলিশের দিকে বন্দুক তাক করা সেই শাহরুখ গ্রেপ্তার
এনটিভি
প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ১৪:৪৫
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘাতে অগ্নিগর্ভ হয়ে ওঠা দিল্লিতে বন্দুক হাতে পুলিশের দিকে তেড়ে আসা যুবক মোহাম্মদ শাহরুখকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিএএ নিয়ে পাল্টাপাল্টি সংঘাতে গত ২৩ ফেব্রুয়ারি তেতে ওঠে ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চল। দুই পক্ষের মধ্যে ইট ও গুলিবৃষ্টি চলতে থাকে। সে সময় দিল্লির জাফরাবাদ-মৌজপুর এলাকায় পিস্তল হাতে এক পুলিশকর্মীর দিকে তেড়ে যান এক যুবক। পুলিশের সামনেই কয়েকটি গুলি ছোড়েন তিনি। পরে ঘটনাস্থল থেকে চম্পট দিয়ে গা-ঢাকা দিয়েছিলেন ওই যুবক। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্