ভোরের আলো ফোটার পরপরেই ঢাকার আকাশ পুরো অন্ধকারে ঢেকে গিয়েছিল। ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি। যার ফলে শঙ্কা দেখা দিয়েছিল সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে আজকের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে তো? তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। সিলেটে বৃষ্টি নেই। আকাশ কিছুক্ষণ ঘুমোট থাকলেও বৃষ্টির আনাগোনা নেই। এমনকি ঘুমোট ভাব কেটে যাওয়ার পর রৌদ্রোজ্জল আবহাওয়াও দেখা যাচ্ছে। অর্থ্যাৎ, ম্যাচ আয়োজনে কোনো শঙ্কা নেই। গত কয়েকদিনে সবে বসন্তের শুরুতেই সিলেটে দেখা গেছে গ্রীষ্মের উত্তাপ। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডে কিংবা তার পরেরদিনের ঐচ্ছিক অনুশীলন পর্ব- প্রচণ্ড রোদের মধ্যেই সারতে হয়েছে দুইদিনের কর্মকাণ্ড। তবে আজ (মঙ্গলবার) সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে শান্ত হয়ে গেল সিলেটের পরিবেশ। রাজধানী ঢাকা কিংবা অন্যান্য শহরের মতো তুমুল বৃষ্টি হয়নি বটে, তবে খুব একটা আশা জাগানিয়াও ছিলো না সিলেটের আজকের সকাল। এ প্রতিবেদন লেখার সময়, ফাগুনের সূর্য সবে উঁকি দিচ্ছিল আকাশপানে। অন্যদিনের গা-পোড়া অবস্থা না হলেও, সকাল ১০টা নাগাদ রোদের দেখা মিলেছে সিলেটে। যা দেখে যথাসময়ে দ্বিতীয় ওয়ানডে শুরুর আশা করাই যায়। এতে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। কারণ গত ৩৫-৪০ মিনিটে বারবার মেঘের আড়াল হয়েছে সূর্য, বেশ কয়েকবার গুমোট হয়েছে আবহাওয়া। একবারের জন্যও বৃষ্টি হয়নি ঠিক, তবু রাজধানী ঢাকাসহ অন্যান্য শহরের বৃষ্টি ঠিকই ভয় ঢুকিয়ে দিয়েছে সিলেটবাসীর মনে। এমন অবস্থায় আশার বাণী শোনাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। যেখানে বলা হচ্ছে, সারাদিনে মেঘের সঙ্গে লড়াইয়ে জয় হবে সূর্যেরই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.