ভৈরবে পুলিশের মাতাল সোর্সের ২০ মাসের কারাদণ্ড
এনটিভি
প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ০৯:২৫
কিশোরগঞ্জের ভৈরবে মাতলামির দায়ে ফারুক (৪৫) নামের এক পুলিশ সোর্সকে এক বছর আট মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ফারুক শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ফারুক গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের নিউ টাউন এলাকায় মদ পান করে মাতলামি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। এই খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আমজাদ শেখের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুককে আটক করে। পরে রাতেই তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ফারুক দায় স্বীকার করেন। এ সময় ম্যাজিস্ট্রেট তাকে এক বছর আট মাসের সাজা প্রদান করে জেলে পাঠানোর নির্দেশ দেন। এ ব্যাপারে জা