![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/03/02/image-134436-1583129200.jpg)
কনের মাকে নিয়ে ফের পালাল সেই বরের বাবা
ইত্তেফাক
প্রকাশিত: ০২ মার্চ ২০২০, ১২:০২
চলতি বছরের শুরুতে ভারতের গুজরাটে একটি ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক শোরগোল হয়। বিয়ের আগে বর-কনের বাবা মা একে অপরকে নিয়ে পালিয়ে যায়। এতে করে ঐ বর কনের বিয়ে ভেঙে যায়। নতুন খবর, পালিয়ে যাওয়ার পর বাড়িতে ফিরে আসলে ফের পালিয়েছে ওই বর কনের বাবা মা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পলায়ন
- পুরনো প্রেম
- ভারত