রাখাইনে বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষ, শিশুসহ নিহত ৫
এনটিভি
প্রকাশিত: ০২ মার্চ ২০২০, ১১:২৫
মিয়ানমারের সংঘাতময় পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে এক শিশুসহ অন্তত পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সংঘর্ষে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে গতকাল রোববার স্থানীয় এক আইনপ্রণেতা সদস্য এবং দুই অধিবাসী বার্তা সংস্থা রয়টার্সকে জানান। রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মুখপাত্র খিন থু খা এবং আঞ্চলিক এমপি তুন থার সেইন জানান, গত শনিবার রাখাইনের ‘এমরাউক ইউ’ শহরের ঐতিহাসিক একটি মন্দির অতিক্রম করার সময় সেনাবাহিনীর গাড়িবহরে হামলা চালায় বিদ্রোহীরা। ওই হামলার পর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ শুরু হয়। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছ