You have reached your daily news limit

Please log in to continue


টাইগার আমাকে কিছুই বলেনি: শ্রদ্ধা কাপুর

‘আশিকি টু’ সিনেমার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি শ্রদ্ধা কাপুরকে। একের পর এক হিট ছবি জমা হয়েছে তার সফলতার ঝুলিতে। তবে শুধু যে সিনেপ্রেমীরাই তার ভক্ত এমনটা কিন্ত নয়। বহু তারকাকেও নিজের মিষ্টি হাসি দিয়ে ভুলিয়েছেন শ্রদ্ধা। সম্প্রতি শ্রদ্ধার ব্যাপারে নিজের মনের কথা জানিয়েছেন টাইগার শ্রফ। তাকে যে সেই স্কুলজীবন থেকে পছন্দ এতদিন পর সেটা অকপটে বলে উঠতে পেরেছেন টাইগার। এই নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে টাইগার একা নন, তারও আগে আরও এক অভিনেতা শ্রদ্ধার প্রতি নিজের দুর্বলতার কথা জানিয়েছিলেন। তিনি শ্রদ্ধারই সহ-অভিনেতা বরুণ ধাওয়ান। এর আগে একটি রিয়েলিটি শোতে এসে তিনি জানান, এক সময় তিনিও শ্রদ্ধার ওপর দুর্বল হয়ে পড়েছিলেন। এমনকি সেই শোতেই হাঁটু গেড়ে বসে শ্রদ্ধাকে ফুল উপহার দেন বরুণ। সেই ভিডিওই আবারও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আগামী ছবির প্রচার করতে একটি সাক্ষাত্কারে এসেছিলেন টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর। সেখানে অভিনেতা জানান, একই স্কুলে পড়তেন তারা এবং সেই সময় থেকেই শ্রদ্ধাকে মন দিয়ে বসেন তিনি। টাইগার আরও জানান, তিনি খুবই ভীতু ছিলেন। এ প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘টাইগার তো আমাকে কিছুই বলেনি। বললে হয়তো তখন ভেবে দেখা যেত।’—এমনটা বলে হেসে ওঠেন শ্রদ্ধা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন