![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020March/sm/Imon-Mahi-bg20200302023500.jpg)
ইমন-মাহি জুটির প্রথম সিনেমা ‘ব্লাড’, মহরত অনুষ্ঠিত
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০২ মার্চ ২০২০, ০২:৩৫
২০১২ সালে যুগল পরিচালক শাহীন সুমনের ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়িকা মাহিয়া মাহির। এই পরিচালকদ্বয়ের একজন ওয়াজেদ আলী সুমন। তার একক পরিচালনায় মাহি এবার অভিনয় করতে যাচ্ছেন ‘ব্লাড’ সিনেমায়। এতে তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন।