আমার চেয়ে বড় মাস্তান কেউ নেই : শামীম ওসমান
                        
                            এনটিভি
                        
                        
                        
                         প্রকাশিত: ০১ মার্চ ২০২০, ১৭:৩৫
                        
                    
                নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আমার লোক হলেও অপরাধীদের খাতির করবেন না। আমার সামনে এসে সবাই ফেরেস্তা সাজে। আমার কোনো মাস্তান দরকার নেই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নেই, কারণ আমি নিজেই জানি আমার থেকে বড় মাস্তান আর কেউ নেই।’ আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে, পুলিশ মেমোরিয়াল ডের আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন। শামীম ওসমান আরো বলেন, ‘নারায়ণগঞ্জে কিছুসংখ্যক প্রশাসনের কারণে আমাদের অনেক লস হয়েছে। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। আমরাই যথেষ্ট।’ তিনি আরো বলেন, ‘রাতের বেলা ডাকলে এখনো দুই লাখ লোক বের কর
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
                        
                            
                            ১ বছর, ৭ মাস আগে
                        
                    
                
                        
                            
                            ১ বছর, ৭ মাস আগে
                        
                    
                
                        
                            
                            ১ বছর, ৭ মাস আগে
                        
                    
                
                        
                            
                            ১ বছর, ৭ মাস আগে