কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লিটনের সেঞ্চুরি, মিঠুনের ফিফটিতে রানের পাহাড় বাংলাদেশের

যুগান্তর প্রকাশিত: ০১ মার্চ ২০২০, ১৬:৪১

শুরুটা উড়ন্ত করেন তামিম-লিটন। মাঝপথে দুরন্ত খেলেন শান্ত-মাহমুদউল্লাহ। শেষদিকে দারুণ ফিনিশিং টাচ দিলেন মিঠুন-সাইফ। তাতে রানের পাহাড় গড়ল বাংলাদেশ। শেষ পর্যন্ত লিটনের অনবদ্য সেঞ্চুরি ও মিঠুনের ঝড়ো ফিফটিতে জিম্বাবুয়েকে ৩২২ রানের টার্গেট দিল তারা। এ ম্যাচ দিয়ে দীর্ঘ ৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন মাশরাফি বিন মুর্তজা। প্রত্যাবর্তনেই টসভাগ্যে জেতেন তিনি। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাতে জিতে আগে ব্যাটিং নেন টাইগার অধিনায়ক। তার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। উড়ন্ত সূচনা এনে দেন তারা। ওপেনিংয়ে ৬০ রান তোলেন এ জুটি। ব্যক্তিগত ২৪ রানে উইসলি মাধেভেরের এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম। অবশ্য ব্যাটিংয়ে তেমন সাবলীল ছিলেন না তিনি। সর্বোপরি, রিভিউ নিলেও শেষরক্ষা হয়নি ড্যাশিং ওপেনারের। তবে শুরু থেকেই স্বচ্ছন্দে ছিলেন লিটন। ছন্দময় ব্যাট করেন তিনি। ব্যাটে ছোটান স্ট্রোকের ফুলঝুরি। পথিমধ্যে ফিফটি তুলে নেন ডানহাতি ব্যাটসম্যান। সেই যাত্রায় তাকে যোগ্য সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। ক্রিজে নামার পর থেকেই জিম্বাবুয়ে বোলারদের শাসান তিনি। তেড়েফুড়ে খেলেন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু বিধিবাম! আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন শান্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও