You have reached your daily news limit

Please log in to continue


মুসলিম হিসেবে আমি ভারতে নিরাপদে আছি : আদনান সামি

ভারতের নাগরিকত্ব লাভকারী সংগীতশিল্পী আদনান সামি জানিয়েছেন, মুসলিম হিসেবে তিনি ভারতে নিরাপদবোধই করেন। এছাড়া, সংশোধিত নাগরিকত্ব আইনেরও (সিএএ) সাফাই গেয়েছেন এই শিল্পী। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে আদনান সামি বিভিন্ন প্রশ্নের উত্তরে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। সিএএ ও এনআরসিকে কেন্দ্র করে দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদীদের বাঁধানো দাঙ্গায় বিপুল সংখ্যক মানুষের হতাহতের ঘটনার প্রসঙ্গ উঠলে কথা বলেন পাকিস্তান বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার এ পুত্র। আদনান সামি বলেন, একজন মুসলিম হিসেবে আমি ভারতে নিরাপদবোধ করি। আর সিএএ হলো তাদের জন্য, যাদের (আশ্রিত ভিনদেশি) দ্রুত নাগরিকত্ব দরকার, এটা ভারতের ভারতীয়দের জন্য নয়। ২০১৪ সালে ‘পিকে’ সিনেমা মুক্তি পাওয়ার পর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে আমির খানের বিরুদ্ধে রাস্তায় নামে মৌলবাদী হিন্দুরা। তারা আমির খানকে ভারত ছাড়ার হুঁশিয়ারিও দেয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন