পদ্মা-মেঘনায় জাল ফেলা যাবে না দুই মাস

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫১

১ মার্চ থেকে চাঁদপুরে শুরু হচ্ছে ইলিশের পোনা জাটকা সংরক্ষণে ‘অভয়াশ্রম কর্মসূচি’। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ দু’মাস পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় কোনো প্রকার জাল ফেলা যাবে না। ফলে বন্ধ থাকবে সব ধরনের মাছ নিধন, বিক্রি ও বিপণন।  ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণে গত ২০০৬ সাল থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকাসহ দেশের ৫টি অঞ্চলে এ কর্মসূচি চলে আসছে। এ নির্দিষ্ট সময়ে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে জেল জরিমানার বিধান করেছে সরকার।  এদিকে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে এ বছর প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. আনিছুর রহমান।   তিনি বলেন, সব নদ-নদীতে ইলিশের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে পারলে আমরা কাঙ্খিত সফলতা পাব। গত বছর ৫ লাখ ১৭ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছিল। আশা করছি, এ বছর যদি সম্মিলিত ভাবে সরকারের এ নিষেধাজ্ঞা মেনে চলি তাহলে ৫ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও