দিল্লি জ্বলছে, কিন্তু পুলিশ খুঁজছে শুধু তাহির হুসেনকে
এনটিভি
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫০
ভারতের নয়াদিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে সহিংসতায় মারা গেছে ৪০ জনেরও বেশি। এ ছাড়া আহতদের মধ্যে অন্তত ৩০০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। দিল্লির বিভিন্ন এলাকায় পুলিশ ও আধা সামরিক বাহিনী টহল শুরু করেছে। পরিস্থিতি এখনো থমথমে। সিএএ নিয়ে যখন উত্তাল দিল্লি, তখন সে রাজ্যের পুলিশকে একহাত নিয়েছেন সংগীতজ্ঞ, গীতিকার জাভেদ আখতার। তাঁর একটি টুইটকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে।