You have reached your daily news limit

Please log in to continue


চলচ্চিত্র সংগঠনের নেতারাই করেন না সিনেমার প্রচারণা

সিনেমা ব্যবসা ভালো যাচ্চেনা। একের পর এক হল বন্ধ হয়ে যাচ্ছে। যে সিনেমাও মুক্তি পাচ্ছে সেগুলোও সঠিক প্রচারণার অভাবে দর্শক পর্যন্ত যাচ্ছেনা। অথচ প্রচারের কারণে একটি ছবি ব্যবসায়িকভাবে সফলতা পেলে তো শিল্পী ও প্রযোজক—উভয়ই লাভবান হন। সে ক্ষেত্রে নিজ উদ্যোগে নিজের ছবির প্রচার শিল্পীর দায়িত্বের মধ্যে পড়ে। এ দায়িত্ব অনেকে দায়সারাভাবে পালন করলেও সেখানে থাকে অনীহা।  পাশাপাশি এফডিসিতে সিনেমার মানুষদের প্রায় ১৬টি সমিতি বিদ্যামান। সমিতির পক্ষ থেকেও সংগঠনগুলোর নেতাদের কোন প্রচারণায় অংশ নিতে তেমন একটা দেখা যায়না।  অনলাইন জগতের এই সময়ে প্রচারণার অন্যতম মাধ্যম হচ্ছে ফেষসবুক, টুইটার,ইনসস্টাগ্রামসহ জনপ্রিয় সব অনলাইন প্লাটফর্ম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন