বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, মাদক ও অস্ত্র ব্যবসায়ীসহ নানা অপকর্মের হোতা যুব মহিলা লীগনেত্রী পাপিয়ারা আওয়ামী লীগেরই সৃষ্টি। তাদের দলে এ রকম অনেক পাপিয়া রয়েছে। এই পাপিয়ার অপকর্ম শুধু নরসিংদীকেই খাটো করেনি, বিশ্বের বুকে বাংলাদেশকেও খাটো করেছে। আজ শনিবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নরসিংদীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন। দুপুর ১২টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে নরসিংদীর চিনিশপুরে অবস্থিত জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি ঢাকা সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.