বাজে বিদায় রাগিণী

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৬

গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে: প্রকৃতিজুড়ে ফাল্গুনের বন্দনা। গাছের পাতা ঝরে পড়ার পাশাপাশি উদ্যানের এদিক-ওদিক থেকে ভেসে আসছে কোকিলের কুহুতান। রৌদ্রজ্জল সকাল আর বসন্তের দখিনা বাতাসে চমৎকার পরিবেশ। এরই মধ্যে দ্বার খোলা হলো অমর একুশে গ্রন্থমেলার, শুরু হলো বই কেনা। খুবই দ্রুত হচ্ছে কেনাবেচা; কারণ, মেলার সমাপ্তিরেখা এখন দিন পেরিয়ে ঘণ্টায় পরিণত হয়েছে। তাইতো মেলা শুরুর সঙ্গে সঙ্গেই উপচেপড়া ভিড়ের সঙ্গে জম্পেশ কেনাবেচার মধ্যেও মেলাজুড়ে বাজছে বিদায় রাগিণীর সুর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে