‘টেন্ডুলকারের চেয়ে লারাকে বল করা কঠিন ছিল’
প্রথম আলো
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৪
শচীন টেন্ডুলকার ক্যারিয়ারের শেষ দিকে এসে ব্যাটিংয়ের ধরন পাল্টে ফেললেও ব্রায়ান লারা ক্যারিয়ার-জুড়েই ছিলেন একই রকম আক্রমণাত্মক। গ্লেন ম্যাকগ্রার চোখে লারাকে বোলিং করাটাই ছিল বেশি কঠিন পুরো নব্বইয়ের দশক ক্রিকেট দুনিয়া মাতিয়ে রেখেছিল বিতর্কটা। এই শতাব্দীর শুরুর দিকটাও। ফুটবলে এখন ‘মেসি না রোনালদো’ বিতর্ক যেমন শেষ হতে চায় না, ক্রিকেটে তখন ছিল এই বিতর্কটা—শচীন টেন্ডুলকার না ব্রায়ান লারা? দুজনই ক্রিকেট মাঠ ছেড়েছেন অনেক দিন হয়ে গেছে। ছোটবেলায় লারা-টেন্ডুলকারদের ব্যাটিং দেখে গ্রামের ধানখেতের ক্রিকেটে তাঁদের অনুকরণ করতে চাওয়া বালকও এখন হয়তো শেষ বিশ বা মধ্য ত্রিশের যুবক।