দিল্লিতে মুসলিমদের সহায়তায় হিন্দু নারীর বিয়ে

ইত্তেফাক প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২১

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চলা সংঘর্ষের মধ্যে মুসলমানদের সহায়তায় দিল্লিতে সাভিত্রা প্রসাদ নামের এক হিন্দু নারীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে দিল্লির চাঁদবাগের মুসলিম অধ্যুষিত এলাকার বাসিন্দা হিন্দু নারী সাভিত্রি প্রসাদের বিয়ে হওয়ার কথা ছিল। তবে সংঘর্ষের কারণে বাধ্য হয়ে বিয়ে বন্ধ করে দেন সাভিত্রির বাবা। তবে পরের দিন সংঘর্ষ চললেও কিছু মুসলমানদের সাহায্য নিয়ে ওই হিন্দু নারীর বিয়ে দেয়া হয়। এই বিষয়ে সাভিত্রি প্রসাদ বলেন, আমার মুসলিম ভাইয়েরা আমাকে আজ বাঁচিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সাভিত্রির প্রসাদের বাড়িতেই অনুষ্ঠানে আয়োজন করা হয়। তবে সংঘর্ষের কারণে এই বিয়েতে সাভিত্রি প্রসাদের কোন আত্মীয়-স্বজন উপস্থিত হতে পারেননি বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও