কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কেমন হলো বইমেলা

মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার পর্দা নামবে আগামীকালই। এ প্রক্ষাপটে কয়েকজন লেখক ও প্রকাশকের কাছে আমরা জানতে চেয়েছিলাম বইমেলা নিয়ে তাঁদের ভাবনা। এবারের বইমেলা কেমন হলো? এই প্রশ্নের পাশাপাশি ভবিষ্যতে বইমেলাকে কীভাবে দেখতে চান তাঁরা? লেখক–প্রকাশকেরা জানালেন সেই কথাও সব দিক থেকে আকষর্ণীয় বইমেলা সৈয়দ মনজুরুল ইসলাম লেখকএবারের বইমেলা অনেক বড় পরিসরে অনুিষ্ঠত হচ্ছে। এবং তা খুব সৃষ্টিশীলভাবে সাজানো, দৃষ্টিনন্দন ও স্বস্তিকর। পরিসর বেশি হওয়ায় আগের বইমেলার মতো কারও গায়ের সঙ্গে গা লাগেনি, তাতে সবাই খুব তৃপ্তির সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন স্থাপনায় যেসব সুযোগ-সুবিধা রয়েছে, তা অত্যন্ত ভালো। প্যাভিলিয়নগুলো সুচারুভাবে তৈরি হয়েছে। চলাচলের রাস্তাগুলো প্রশস্ত। ধুলোবালির আক্রমণও কম। ফলে সব দিক থেকে আকর্ষণীয় এবারের বইমেলা।অনেকেই দেখেছি বই কিনেছেন, কিন্তু কত টাকার বই বিক্রি হয়েছে, তা এখনো জানা যায়নি। গতবারের বই বিক্রির পরিসংখ্যান এবার ছাড়িয়ে যাবে আশা করি। যদি পাঠকের হাতে হাতে বই পৌঁছে না যায়, তবে তো বইমেলার পরিপূর্ণতা আসে না। এবার ঘুরেফিরে আরেকটা কথাও মনে হয়েছে, পাঠকের ভেতরে আগ্রহ আছে, কিন্তু দাম বেশি হওয়ায় অনেকেই, বিশেষত শিক্ষার্থীরা বই কিনতে পারেনি। আশা করি প্রকাশকেরা বইয়ের মান উন্নয়ন এবং দাম সাশ্রয়ী করার সমীকরণ নিয়ে ভবিষ্যতে আরও বেশি করে ভাববেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন