৯ ব্যাংক নেবে ২ হাজার ৪৬ অফিসার

প্রথম আলো প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৬

বর্তমান তরুণদের পছন্দের একটি পেশা হচ্ছে ব্যাংকে চাকরি। এর প্রধান কারণ হলো ব্যাংকিং সেক্টরে কাজের ভালো পরিবেশ; বেতন-কাঠামো ঈর্ষণীয়; বছরে বেশ কয়েকটি ইনসেনটিভ, যা অন্য বহু প্রতিষ্ঠানে নেই। আছে নিয়মমাফিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি। ব্যাংকারদের সামাজিক মর্যাদার পাশাপাশি রয়েছে চাকরির নিরাপত্তা ও পেনশনের ব্যবস্থা। রয়েছে হাউস লোন, কার লোন। মোটকথা কেউ ব্যাংকে চাকরি পেলে তার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত। রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি ব্যাংকগুলো প্রতিবছর প্রচুর জনবল নিয়োগ দিয়ে থাকে। এবার নতুনদের স্বপ্নের আকর্ষণীয় ব্যাংকিং ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ২ হাজার ৪৬ জন অফিসার (জেনারেল) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই এসব ব্যাংকে আবেদন করে বিভিন্ন নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে আপনিও নিতে পারেন এ সুযোগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত