ওমরা ভিসা বন্ধে ক্ষতির মুখে এজেন্টরা
করোনা ভাইরাসের প্রভাব ঠেকাতে সৌদি আরবের ওমরাহ ভিসা বন্ধ করে দেয়ার আকস্মিক সিদ্ধান্তে চরম ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশের দেড় হাজারের বেশি হজ এবং ট্রাভেল এজেন্ট। গত এক মাস ধরে এমনিতেই আকাশ পথের যাত্রী সংখ্যা ছিল কম। এবার ওমরাহ টিকিট রিফান্ড হওয়ায় প্রতিদিনই ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই খাতের ব্যবসায়ীদের। পুরো ফেব্রুয়ারি মাসে করোনা ভাইরাসের প্রভাবে দেশের এভিয়েশন খাত চরম বিপর্যয়ের মধ্যে চলছিল। বিমানগুলোতে যাত্রী সংখ্যা ছিল হাতেগোনা। কিন্তু মধ্যপ্রাচ্যে করোনা ভাইরাস মহামারী আকারে না ছড়ানোর কারণে সৌদিগামী বিমানগুলোর যাত্রীই ছিল ট্রাভেল এজেন্টদের ভরসা। যার বেশির ভাগই ছিল পবিত্র ওমরাহ পালনকারী। কিন্তু সৌদি আরবের নিষেধাজ্ঞার কবলে পড়ে বৃহস্পতিবার সকাল থেকে বিমান সংস্থার যাত্রী না নেয়ার সিদ্ধান্তের পাশাপাশি টিকিট রিফান্ডের নোটিশ আসতে থাকে ট্রাভেল এজেন্সিগুলোতে।