![](https://media.priyo.com/img/500x/http://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2020/02/27/650x365/junaid_babunagari.jpg)
কাদিয়ানিরা শয়তান, তারা কাফের : বাবুনগরী
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৯
কাদিয়ানিদেরকে শয়তান ও কাফের বলে আখ্যায়িত করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ঈদগাহ ময়দানে আর্ন্তজাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত খতমে নবুওয়াত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, কাদিয়ানিরা কখনো মুসলমান হতে পারে না, তারা শয়তান, তারা কাফের। আল্লামা জুনায়েদ বাবুনগরী বাংলাদেশে সরকারিভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার দাবি করে বলেন, কেউ যদি হযরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী না মানেন ওই ব্যক্তি কাফের হয়ে যাবেন।…