সরকারি ব্যাংকগুলো ধুঁকছে
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩১
বিগত ৩ বছর ধরে দেশে বেসরকারি ব্যাংকগুলির লক্ষ্যণীয় উত্থান চোখে পড়েছে৷ তাতে কারো আপত্তি নেই৷ থাকার কথাও নয়৷ কিন্তু, দুশ্চিন্তার কারণ অন্য জায়গায়৷ তা হল, একদিকে যখন বেসরকারি ব্যাংকগুলিতে তরতরিয়ে গ্রাহকের আমানত বৃদ্ধি পেয়েছে, তখনই আমানত জমা কমে গিয়ে কার্যত ধুঁকছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি৷ সম্প্রতি প্রকাশ্যে এসেছে দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলিতে গত বছর জমা পড়া আমানতের হিসেব৷ হিসেবে চোখ বুলিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ বিশেষজ্ঞদের৷ অনেকের আশঙ্কা, এইভাবে সরকারি ব্যাংকে আমানত জমা পড়ার হার কমতে থাকলে অচিরেই অঘটন ঘটতে পারে৷ এমনকি, বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে৷
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে