![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/02/online/facebook-thumbnails/oindrilla-samakal-samakal-5e575f38b73a4.jpg)
ঐন্দ্রিলা সমাচার
সমকাল
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৯
ভালোবাসার জায়গা থেকেই গান করা। তাই নিজের চিরচেনা এ ভুবনে ফিরতে সবসময়ই ভালো লাগে। তাই তো বারবার ফিরে আসি এ ভুবনে। আগের সব গানের মতো নতুন এ গানটিও শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। প্রায় দুই বছর পর আবারও গানে কণ্ঠ দিলেন প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের মেয়ে মডেল-অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ।